দৃষ্টি প্রতিবন্ধী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধণা দিয়েছে দেওরগাছ ইউপি পরিষদ

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, মে ১৬, ২০২৪

দৃষ্টি প্রতিবন্ধী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধণা দিয়েছে দেওরগাছ ইউপি পরিষদ

স্টাফ রিপোর্টার : সদ্য  ২০২৪ সালে প্রকাশিত  এসএসসি  পরীক্ষায় জি.পি.এ-৫ প্রাপ্ত ও জেলার শ্রেষ্ঠ  শিক্ষার্থীদের সংবর্ধণা দেওয়া হয়।১৬ মে (বৃহস্পতিবার )   চুনারুঘাটের দেওরগাছ ইউনিয়ন পরিষদে সংবর্ধণা  অনুষ্ঠানের আয়োজন করা হয়। অগ্রণী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পঙ্কজ নাহা পরিচালনায় ইউপি চেয়ারম্যান মুহিতুর রহমান রোমন ফরাজী’র সভাপতিত্বে,প্রধান অতিথি  উপজেলা নির্বাহী কর্মাকর্তা আয়েশা আক্তারের উপস্থিততে সংবর্ধণা অনুষ্ঠান পরিচালিত হয়।

এতে অগ্রণী উচ্চ বিদ্যালয়, তাহের শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়, কাচুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালে অনুষ্ঠিত  এসএসসি পরীক্ষায় জি.পি.এ ৫  প্রাপ্ত  শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত শিক্ষার্থীরা সম্মাননা পেয়ে উল্লাসিত ছিল।

জাতীয় শিক্ষা সপ্তাহ আয়োজিত ২০২৩ এর অগ্রণী উচ্চ বিদ্যালয়ের  উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী মাহবুবুল আলম নাবিল ও জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী শংখমিতা নাহা  কে সংবর্ধণা দেওয়া হয়। তাহের শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী লিমা বেগম ও শ্রুতি লেখক নন্দিনী বাকতি কে সংবর্ধিত করা হয়।

নির্বাহী  কর্মকর্তা আয়েশা আক্তার শিক্ষার্থীদের বলেন, সাফল্যের চূড়ায় যেতে হলে প্রতিকূল পরিবেশ কে পেছনে ফেলে কঠোর পরিশ্রম আর অধ্যাবসায় করে যেতে হবে।  উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি  মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা কাউছার শোকরানা, দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা প্লাবন পাল,  শিক্ষক সত্যেন্দ্র দেব ও সারোয়ার আলম।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ