৪০ বছরের ইতিহাস পাল্টালেন ব্যারিস্টার সুমন, মরা নদীকে জীবিত করলেন, স্পিডবোট প্রদান

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, জুন ১, ২০২৪

৪০ বছরের ইতিহাস পাল্টালেন ব্যারিস্টার সুমন, মরা নদীকে জীবিত করলেন, স্পিডবোট প্রদান

কাজী সুজন (নির্বাহী সম্পাদক-চুনারুঘাট নিউজ24.কম) চুনারুঘাটে দীর্ঘ ৪০ বছরের পুরাতন খোয়াই নদীর ময়লা আবর্জনা পরিস্কার করে স্পীড বোট চালিয়ে উদ্বোধন করলেন হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। শনিবার বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার ঘেষা পরিত্যক্ত একটি মরা নদীতে পৌর কতৃপক্ষের কাছে স্পিড বোট হস্তান্তর করেন। পরে তিনি ঘন্টা ব্যাপী শিশু কিশোরকে স্পিড বোটে তুলে আনন্দ উপভোগ করেন।

এর আগে এমপি ব্যারিস্টার সুমন সংসদ নির্বাচনের পূর্বে মরা নদী পরিষ্কার করে হাতিরঝিলের ন্যায় রূপান্তরিত করতে প্রতিশ্রুতি দেন।

এমপি নির্বাচিত হওয়ার দুদিন পর প্রথমেই মরা নদী পরিষ্কারের মধ্যে দিয়ে কাজ শুরু করেন। দীর্ঘ সাড়ে ৪ মাস পর নিজ অর্থায়নে মরা নদী পরিষ্কার করে গতকাল শনিবার সেই নদীতে স্পিড বোট হস্তান্তর করে বিনোদন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন।তিনি বলেন আমার নির্বাচনী এলাকায় হবে পর্যটন কেন্দ্র। কাজের মাধ্যমে তিনি ইতিহাস সৃষ্টি করতে চান।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ