সাটিয়াজুরীতে ভ্রাম্যমান আদালতের অভিযান, ১ লক্ষ টাকা জরিমানা

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৪

সাটিয়াজুরীতে ভ্রাম্যমান আদালতের অভিযান, ১ লক্ষ টাকা জরিমানা

সাটিয়াজুরীবড়ীঃ চুনারুঘাটের সাটিয়াজুরীতে ভ্রাম্যমান আদালতে বলা হয়েছে।

স্থানীয় চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাবুব আল মাহবুবের উপজেলা উপজেলা ইউনিভার্সিটির সহকারী দারাও সাময়িকভাবে বালুওল উত্তরের দায়ে কাউসার মিলে ১ গা ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কাউসারে দারাগাও গ্রামও তৈয়ব আলীর পুত্র। শুধু সাটিয়াজুরীতে ফসলি জমি থেকে জমির মাটি কাটার দায়ে এক ব্রিকস ফিল্ডকে ৫০ হাজার টাকা জমানা আদায় করা হয়। নেটওয়ার্ক ১টি ট্রাক্টর ও এক্সেলটার জব্দ করা হয়।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিট ও সহকারী কমিশনার (ভুমি) মাহবুব আলম মাহবুব নিরাপত্তা নিশ্চিত করে জানান যে কৃষি জমি থাকতে পারে ১ টি ব্রীকস ফিল্ডকে ৫০ এবং দারাগাও ইজা বহির্ভূত স্থান বালুলোলকে ১ উত্তোলন ৫০ টাকা জরিনা করা হয়।
মোবাইলে রাজনীতি করেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ ধরতে আমাদের থাকবে বলে ম্যাজিস্ট্রেট।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ