এইচ টি ফাউন্ডেশন এর আত্মপ্রকাশ ও শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫

এইচ টি ফাউন্ডেশন এর আত্মপ্রকাশ ও শীতবস্ত্র বিতরণ

চুনারুঘাট উপজেলার রাজার বাজার এলাকায় শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এইচ টি ফাউন্ডেশন আত্মপ্রকাশ করেছে।

অাজ ৮ ফেব্রুয়ারি শনিবার বিকেলে ২০ জন শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র পৌছে দেওয়া হয়েছে।

এইচ টি ফাউন্ডেশন এর আত্মপ্রকাশ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ টি ফাউন্ডেশনের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক জনাব জয়নাল লস্কর।

ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা- গণঅধিকার পরিষদ চুনারুঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক, চুনারুঘাট নিউজ24.কম এর সম্পাদক ও দৈনিক অর্থদৃষ্টির চুনারুঘাট প্রতিনিধি তরুণ সমাজকর্মী হাফিজ তালুকদার।

শীতবস্ত্র  বিতরণ কার্যক্রমে জনাব হাফিজ তালুকদার জানান, এইচ টি ফাউন্ডেশন মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠা করেছি, আজ তারই ধারাবাহিকতার শুভ যাত্রা। ভবিষ্যতেও এই ফাউন্ডেশনের মাধ্যমে আরও জনকল্যাণমুলক নতুন নতুন কার্যক্রম হাতে নেয়া হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ