ঢাকা ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৫
আসাদ ঠাকুর, অমনিবাস
উচ্চ আদালত ও সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে কড়া নির্দেশনার পরও থামছে না অবৈধভাবে খোয়াই নদী থেকে বালু উত্তোলন। কোন ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা না করেই হবিগঞ্জের চুনারুঘাট এলাকার খোয়াই নদীর গর্ভ থেকে শ্যালো মেশিনে বালু উত্তোলন করছে প্রভাবশালী বালু কারবারিরা। নদীর পাড়ে বালু ফেলার ফলে নষ্ট হচ্ছে পাড়ের ফসলি জমির উর্বরতা। এমনকি ট্রাক, ট্রাক্টর, এস্কেবেটর মেশিন নদীর তীরে নেয়ার জন্য নদীর প্রতিরক্ষা বাঁধ নির্বিচারে কাটছে তারা। সেতুর এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ থাকলেও সেতুর আশ পাশেই বালু উত্তোলন করা হচ্ছে।
অবৈধ এই কারবার বন্ধে স্থানীয় প্রশাসন মোবাইল কোর্টের মাধ্যমে বার বার জরিমানা করা হলেও কাজের কাজ কিছুই হচ্ছিল না। প্রভাবশালী বালু কারবারিদের ভয়ে স্থানীয় লোকজন কিছু বলতে সাহস পাচ্ছিল না।
কিন্তু এতে নদীর ব্রীজ ও প্রতিরক্ষাবাধ হুমকির মুখে পড়ায় আজ মঙ্গলবার (১লা এপ্রিল) বিকেলে ব্রীজের উভয় পাশের নিকটবর্তী এলাকা থেকে বালু উত্তোলন ও বালুবাহী ভারী পরিবহন চলাচল বন্ধের দাবিতে রাজার বাজার খোয়াই নদীর পূর্ব পশ্চিম দুইপাড়ের ভোক্তভোগী মানুষের আয়োজনে বিশাল এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে বিএনপির স্থায়ীকমিটির কেন্দ্রীয় নেত্রী, সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের উপস্থিতিতে , প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্রদল এর সাবেক সাংগঠনিক কাজী রিমন, চুনারুঘাট উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ তালুকদার, আহমদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন বাবরু, সাবিহা চৌঃ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুষেন ভট্টাচার্জ, চুনারুঘাট উপজেলা ছাত্রদল নেতা অলিউর রহমানদৈনিক আজকাল পত্রিকার সাংবাদিক বেনু সুত্রধর সহ আরও অনেকেই উক্ত মানববন্ধন ও বিক্ষোভে অংশগ্রহন করেন।
এছাড়াও স্থানীয় ওয়ার্ড মেম্বার তুষার মিয়া, রেমা চা বাগানের চা কন্যা পুস্প, বাসুল্লা বাজার কমিটির সভাপতি দরবেশ মিয়া ও সেক্রেটারী ডাঃ আঃ মন্নান মিয়া উপস্থিত ছিলেন।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় বক্তারা বলেন, কাজিরখিল খোয়াই সেতু,পাকুড়িয়া খোয়াই সেতু , রাজার বাজার খোয়াই সেতু এলাকাসহ আমকান্দি ঝুঁকিপূর্ণ খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ সংলগ্ন এলাকায় খোয়াই নদীর গর্ভে শতাধিক শ্যালো মেশিন বসিয়ে বালু তোলা হচ্ছে। উপজেলার খোয়াই নদীর সীমানায় ৩০ টি পয়েন্ট দিয়ে নদীর পাড়ে ঢুকছে ট্রাক, ট্রাক্টর, এস্কেবেটর মেশিন। প্রতিদিন ট্রাক, ট্রাক্টর দিয়ে বালু নেওয়ায় খোয়াই নদীর দু’পাড়ের প্রতিরক্ষা বাঁধ রয়েছে হুমকির মুখে। চুনারুঘাট উপজেলার খোয়াই নদীর বিভিন্ন অংশের ইজারাদার সরকারী নিয়মের বাইরে বালু উত্তোলন করছেন। তারা বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসরণ না করে বালু ও মাটি উত্তোলন করছেন। ফলে পরিবেশের ব্যাপক ক্ষতিসহ সংশ্লিষ্ট এলাকার বাঁধ, সেতু ও বাড়িঘর হুমকির মুখে পড়ছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির নেত্রী শাম্মি আক্তার বলেন, কাঁচুয়া ও রাজার বাজার রাস্তার পাশে বালুর ডিপো করায় রাস্তায় সৃষ্টি হচ্ছে যানজট। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। ২৫ টন বালু ভর্তি শতাধিক ট্রাক দিয়ে প্রতিদিন বালু পরিবহণ করায় এলাকার সড়ক মহাসড়কে ভাঙন দেখা দিয়েছে। ইজারাদারদের ক্ষুদ্র স্বার্থ রক্ষা করতে প্রতি বছর সড়ক মেরামত করতে সরকারের কোটি কোটি টাকার অপচয় হচ্ছে।
বক্তারা, ব্রীজের উভয় পাশের নিকটবর্তি এলাকা থেকে বালু উত্তোলন ও খোয়াই ব্রীজের উপর দিয়ে বালুবাহী ভারি পরিবহন চলাচল বন্ধের দাবিতে সভার সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদক: হাফিজ আহমদ তালুকদার
নির্বাহী সম্পাদক: কাজী মাহমুদুল হক সুজন
বার্তা সম্পাদক: আনিসুজ্জামান খাঁন
মোবাইল: 01715539581
ইমেইল: chghtnews24@gmail.com
ওয়েবসাইট: www.chunarughatnews24.com
পুলিশ কল্যাণ সুপার মার্কেট
কক্ষ নং- ০৬
মধ্য বাজার, চুনারুঘাট, হবিগঞ্জ
Design and developed by AshrafTech