ঢাকা ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:২৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫
চুনারুঘাট উপজেলাবাসীর জন্য উপজেলা প্রশাসনের বিশেষ নির্দেশনা
১। রাস্তার উপর বা ফুটপাতে কোনো অবৈধ স্থাপনা থাকবে না।
২। সিএনজি, অটোরিকশা, টমটম ও মিশুক বাজারের বাইরে অবস্থান করবে।
৩। মানুষ ও মালামাল ওঠানো-নামানো ব্যতীত সিএনজি, টমটম, মিশুক ও অটোরিকশা বাজারের ভেতরে অবস্থান করতে পারবে না।
৪। প্রত্যেক দোকানদার, মার্কেট মালিক ও ব্যবসায়ী সমিতি নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সিএনজি, অটোরিকশাসহ অন্যান্য যানবাহন দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
৫। পিকআপ, কাভার্ড ভ্যানসহ বড় যানবাহন সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বাজারের ভেতরে প্রবেশ করতে পারবে না।
৬। যাবতীয় লোড/আনলোড কার্যক্রম রাত ৮টা থেকে সকাল ৮টার মধ্যে সম্পন্ন করতে হবে।
৭। প্রশাসনের অনুমতি ছাড়া মাটি/বালি উত্তোলন ও বহন করা যাবে না।
৮। বালু বহনকারী ট্রাক সকাল ৭টা থেকে ১০টা এবং বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত শহরের ভেতর দিয়ে চলাচল করতে পারবে না।
৯। ত্রিপল ছাড়া কোনো বালুবাহী ট্রাক চলাচল করতে পারবে না।
১০। প্রশাসনের অনুমতি ছাড়া কোথাও অবৈধ গান-বাজনার আসর বসানো যাবে না।
১১। বিনা প্রয়োজনে রাত ১২টার পর বাজারে বা রাস্তায় চলাচল করা যাবে না।
১২। লাইসেন্স ছাড়া অটো, রিকশা, টমটম ও মিশুক পৌরসভা বা ইউনিয়নের সড়কে চলাচল করতে পারবে না।
১৩। জরুরি সেবা (ফার্মেসি, হোটেল, হাসপাতাল, ক্লিনিক) ব্যতীত অন্যান্য দোকানপাট রাত ১২টার পর বন্ধ থাকবে।
১৪। মোটরসাইকেলে চালক ও সহযাত্রীর জন্য হেলমেট বাধ্যতামূলক, দুই জনের অধিক আরোহী চলাচল করতে পারবে না এবং মোটরসাইকেল বাজারে পার্কিং করা যাবে না।
এই সকল নির্দেশনা অমান্য করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
আদেশক্রমে:
উপজেলা প্রশাসন, চুনারুঘাট, হবিগঞ্জ।
সম্পাদক: হাফিজ আহমদ তালুকদার
নির্বাহী সম্পাদক: কাজী মাহমুদুল হক সুজন
বার্তা সম্পাদক: আনিসুজ্জামান খাঁন
মোবাইল: 01715539581
ইমেইল: chghtnews24@gmail.com
ওয়েবসাইট: www.chunarughatnews24.com
পুলিশ কল্যাণ সুপার মার্কেট
কক্ষ নং- ০৬
মধ্য বাজার, চুনারুঘাট, হবিগঞ্জ
Design and developed by AshrafTech