ঢাকা ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪
মোঃতোফাজ্জল মিয়া: ( ক্রীড়া প্রতিবেদক)
চুনারুঘাট সিটি ক্লাবের এক বছর পূর্ণ হওয়ায় কেক কেটে বর্ষসেরা খেলোয়াড়দের পুরুষ্কার দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। সিটি ক্লাবের প্রতিষ্ঠাতা; আফফান আবু উসমানের পরিচালনায় গতকাল( রবিবার) ডিসিপি হাই স্কুল মাঠে বর্ষফূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক সাজিদুল ইসলাম। পুরুষ্কার গ্রহণ করেন সিজন ওয়ান অ্যাওয়ার্ড এর বর্ষসেরা খেলোয়াড় “জুবায়ের সাব্বির” শীর্ষ স্কোরার “জুবায়ের সাব্বির” সেরা প্লেমেকার “মোঃ নাজিম উদ্দিন” সবচেয়ে ডেডিকেটেড প্লেয়ার “জুবায়ের সাব্বির” সেরা তরুণ খেলোয়াড় “আসিফুর রহমান জয়” সেরা সুপার সাব “মুস্তাকিম আহমেদ রাজু” সেরা ফরোয়ার্ড “আসিফুর রহমান জয়”সেরা মিডফিল্ডার “মাহব্বুল ইসলাম জাকারিয়া” সেরা ডিফেন্ডার “এইচ এম শাহীন আহমেদ” সেরা গোলরক্ষক “শাবুদ্দিন”। একই দিনে দুধপাতিল স্পোর্টিং ক্লাব বনাম সিটি ক্লাবের মাঝে ফুটবল প্রীতি ম্যাচ হয়। এতে সিটি ক্লাব ২-০ গোলে জয় লাভ করে।
আফফান আবু উসমান জানান; সিটি ক্লাব ফুটবল খেলার পাশপাশি অনান্য ক্রীড়া নিয়ে কাজ করছে। নৈপুণ্য ক্রীড়া প্রদর্শনীতে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং খেলাধুলার পাশাপাশি সামাজিক আন্দোলনে সমাজ পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাবে সিটি ক্লাব।
সম্পাদক: হাফিজ আহমদ তালুকদার
নির্বাহী সম্পাদক: কাজী মাহমুদুল হক সুজন
বার্তা সম্পাদক: আনিসুজ্জামান খাঁন
মোবাইল: 01715539581
ইমেইল: chghtnews24@gmail.com
ওয়েবসাইট: www.chunarughatnews24.com
পুলিশ কল্যাণ সুপার মার্কেট
কক্ষ নং- ০৬
মধ্য বাজার, চুনারুঘাট, হবিগঞ্জ
Design and developed by AshrafTech