দক্ষিণ নরপতিতে বৈদ্যুতিক সর্টে এক টমটম (অটোরিকশা) চালকের মৃত্যু। টমটম পুড়ে ছাই

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৪

দক্ষিণ নরপতিতে বৈদ্যুতিক সর্টে এক টমটম (অটোরিকশা) চালকের মৃত্যু। টমটম পুড়ে ছাই

কাজী মাহমুদুল হক সুজনঃ চুনারুঘাটের দক্ষিণ নরপতিতে বৈদ্যুতিক সর্টে (বিদ্যুৎপৃষ্টে) এক টমটম (অটোরিকশা) চালকের মৃত্যু হয়েছে।

রবিবার রাত সাড়ে ১২ টায় চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ নরপতি গ্রামের এ দুর্ঘটনা ঘটে। নিহত টমটম চালক কাওসার মিয়া মিয়া ওই গ্রামের মৃত ছিদ্দিক আলীর পুত্র। সরজমিনে গেলে
নিহত কাওসার মিয়ার পরিবার জানায় প্রতিদিনের মতো রবিবার রাতে বাড়িতে এসে খাওয়া দাওয়া শেষ করে রাত সাড়ে ১২ টায় বাড়ীর একটি রুমে টমটম (অটোরিকশা) চার্জে লাগাতে গেলে কাউসার মিয়া বিদ্যুৎপৃষ্ঠ হয় এবং টমটম (অটোরিকশায়) আগুন লেগে সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়।
সাথে সাথে কাওসার মিয়াকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত টমটম চালক কাউসার মিয়ার স্ত্রী ও
৫ টি শিশু সন্তান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় বাসিন্দা ও চুনারুঘাট সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাউসার বাহার জানান
উধ্বতন কতৃপক্ষের অনুমতি ক্রমে ময়না তদন্ত ছাড়া সোমবার বাদ এশা জানাযা নামাজের পর তাকে পারিবারিক কবর স্থানে দাপন করা হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে খবর পেয়ে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চুনারুঘাট উপজেলা শাখার পক্ষ থেকে পরিবারটিকে নগদ অর্থ প্রধান করেন কাউন্সিলের উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান ও সাধারণ সম্পাদক কাজী মাহমুদুল হক সুজন।।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ