বাহুবলের মিরপুরে আগুন। ১৫ টি দোখানঘর পুড়ে ছাই। ১০কোটি টাকার ক্ষতি

প্রকাশিত: ৫:২৮ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০২৪

বাহুবলের মিরপুরে আগুন। ১৫ টি দোখানঘর পুড়ে ছাই। ১০কোটি টাকার ক্ষতি

কাজী মাহমুদুল হক সুজনঃ বাহুবল উপজেলার মিরপুর বাজারে চৌমুহনীতে আগুন পুড়ে ছাই হয়েছে ১৫ টি দোখানঘর।

শুক্রবার জুম্মার নামাজের সময় আগুনের সুত্রপাত হয়।
এতে অনেক ব্যাবসায়ী সম্পূর্ণ ভাবে নিঃস্ব হয়েছেন। ব্যাবসায়ীরা জানালেন এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
মিরপুর চৌমুহনী ব্যাবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক মোঃ তারা মিয়া জানান, শুক্রবার জুম্মার নামাজের সময় কোন এক দোখান থেকে আগুনের সুত্রপাত হয়। তাৎক্ষনিক তা আশেপাশে দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, বাহুবল ও শ্রীমঙ্গল থেকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ১৫ টি দোখান সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ফল ব্যাবসায়ী ফরিদ মিয়া জানান,রমজান উপলক্ষে তিনি উপজেলাসহ বিভিন্ন বাজারে ফল খুচরা পাইকারি বিক্রি করতেন। দোখানে প্রায় ২০ লক্ষ টাকার বিভিন্ন ধরনের ফল ছিল। যা সম্পন্ন ক্ষতিগ্রস্ত হয়।
বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনুর রহমান জানান,খবর পেযে তিনি তাৎক্ষণিক ভাবে ফায়ার সার্ভিসকে খবর দেন এবং তিনি নিজে উপস্থিত থেকে আগুন নিবাতে সহযোগিতা করেন। ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের তালিকা করে দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের মাধ্যমে ব্যাবসায়ীদের আর্থিক সহায়তা করা হবে বলে জানান।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ