সাটিয়াজুরীতে ২৫০ জন রুগীকে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান।

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৪

সাটিয়াজুরীতে ২৫০ জন রুগীকে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান।

কাজী মাহমুদুল হক সুজন:  চুনারুঘাটের সাটিয়াজুরীতে ২৫০ জন অসহায় দরিদ্র ও চা বাগানের শ্রমিককে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে।

শনিবার উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের দারাগাঁও ইসমাইল মুন্সি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মৌলভীবাজার মাতারকাপন চক্ষু হাসপাতালের চিকিৎসকগন চিকিৎসা প্রদান করেন।
এতে ২৫০ জন রুগীকে চিকিৎসা দেয়া হয়। এর মধ্যে ৩০ জনকে চক্ষু অপারেশনের জন্য মৌলভীবাজার মাতারকাপন চক্ষু হাসপাতালে প্রেরন করা হয়। ৭০ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।
উপজেলার নরপতি গ্রামে অবস্তুিত সিপাহসালা সাইয়্যেদ নাসির উদ্দিন মিশনের সভাপতি ও সদর ইউনিয়নের পদত্যাগকারী তিন বারের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসানের উদ্যেগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেয়া হয়। এতে আশেপাশে ৫ টি ইউনিয়ন ও ৩ টি চা বাগানের ২৫০ জন রুগী বিনামূল্যে চক্ষু চিকিৎসা নেয়।
এ ব্যাপারে সৈয়দ লিয়াকত হাসান জানান,সিপাহসালার স্যায়েদ নাসির উদ্দিন মিশনের উদ্যেগে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। প্রতি মাসে চুনারুঘাট উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে এ সেবা দিবেন বলে তিনি জানান। চিকিৎসা সেবায় সার্বিক সহযোগিতা করেন সাটিয়াজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট সরকার মোঃ শহীদ ও ইসমাইল মুন্সি উচ্চ বিদ্যালয় কতৃপক্ষ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ