স্মৃতি চারণ

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৫

স্মৃতি চারণ

মাওলানা শেখ মোশাহিদ আলী-

দিনটি ছিল ১লা মার্চ ২০১৮ ইং। ফেব্রুয়ারীর শেষ রাত। সভা শেষে রাত ১ঘটিকায় বাসায় নামিয়ে দেই আলহাজ্জ আবুল হোসেন আকল মিয়া রা: কে। তিনি আমার গাড়ির ভাড়া দিতে চাইলে আমি ইষত রাগত স্বরে বলি আমি সভার প্রধান অতিথি ছিলাম ; তারা আমাকে টাকা দেয় নাই ? তিনি আমার কথায় বড় একটা হাসি দিয়ে বাসার ভিতরে প্রবেশ করেন। কিন্ত এ হাসিটা ই যে জীবনের শেষ হাসি ছিল কে জানত? আমার বাসা থেকে আল মদীনা মসজিদে ফজরের নামাজে যাওয়া আমার জন্য রিক্স ছিল। তাই এক বছর পূর্ব থেকে আমি আল মদীনায় ফজরের জামাতে যাই না। পাচ ওয়াক্তিয়া ইমাম ই ফজর ও পড়াইতেন। আমার চোখে ফজর নামাজ পরে একটু নিদ্রা এসে গিয়েছিল। হঠাৎ আমার সহধর্মিণী আর্তনাদ করে উঠেন! কাদঁতে কাঁদতে বলেন -“এমন ডাকাতি কে করলো রে” । আমি চোখ খোলে দৌড়ে ঘটনা স্থলে যাই। আব্দুল মতিন মহাজন সাহেবের ঘরের সাথে দক্ষিনে পশ্চিম দিকের গলিতে শহীদের ঘায়ের তপ্ত লাল খুনের চোপ দেখে আমার বাক রুদ্ধ। জিহবা শুকিয়ে বুক পর্যন্ত যেন কাঠ হয়ে যায়। জালেমেরা হেমার দিয়ে আঘাত করেছে প্রথমে মাথার পেছনে। টেনে হিছড়ে গলি পথে নিয়ে কপালে ছেহারায় আঘাতের পর আঘাত করে ফেলে যায় পাষাণেরা। এ যেন শিমার, যিয়াদ ও এজিদের নগ্ন আক্রমণ! অজু সহ বাসা থেকে নিজের প্রতিষ্ঠিত মসজিদে ফজরের জামাতে যাচ্ছিলেন নবী প্রেমিক চুনারুঘাটের আহলে সুন্নাত ওয়াল জামা’ত সভাপতি। চুনারুঘাটের বিবেক খ্যাত হক্বের পথে অটল নিরিহের পক্ষে দরাজ কন্ঠি এক স্ফুলিঙ্গের কক্ষচ্যুতিতে শোক বিহবল গোটা চুনারুঘাট তথা হবিগঞ্জ জেলা । লাশ গোসল দিয়ে খাটিয়ায় রেখে মানুষ কে লাশ দেখাচ্ছিলাম। শহীদের ছেহারায় নুরানী আভা এমন ভাবে বিচ্ছুরিত হচ্ছিল যেন বার বার চোখ ফিরে আসছিল। আঘাতের চিহ্ন দিয়ে নূরানী ঝলক চমকাচ্ছিল । অবাক হচ্ছিলাম নবী প্রেমিক একজন আশিকের শেষ প্রয়াণ বুঝি এমনই হয়!

আজ সপ্তম শাহাদাত দিবসে আমার হৃদয় সাক্ষ্য দেয় -চুনারঘাটে কলংকিত ইতিহাস রচনা কারী আততায়ী হায়েনার দল হেরে গিয়েছে চরম ভাবে। হেরেছে জালেম অসহিষ্ণুর দল।। কিংবদন্তি তুল্য বিচারিক প্রবাদ পুরুষ কে শহীদ করে হায়েনারা হারিয়ে গিয়েছে কালের অতল গহবরে। ওদের নাম নিশানা মূছে যাবে। কিন্তু পাষণ্ড জালেমদের জুলুমের শিকার শহীদ আবুল হোসেন (রা:) বেচেঁ থাকবেন যুগ থেকে যুগান্তরে। বেঁচে থাকবেন তিনি তাঁর কর্মে, নবী প্রেমে, সুন্নীয়তের খেদমতে, হৃদয় থেকে হৃদয়ান্তে কাল থেকে কালান্তে। বেঁচে আছেন তিনি প্ররম মমতায়। বেঁচে থাকবেন তিনি সৃষ্টির সেবায়। অমর তিনি দুরদর্শিতার সমোচ্চতায়। হিংসুক নরাধমেরা লাঞ্চিত কলংকিত বর্বরতায়। আল্লাহ পাক মরহুম শহীদের রুতবা বাড়িয়ে দিন উচ্চতায়। আমীন ইয়া রাব্বাল আলামীন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ