হবিগঞ্জের ইসলামী ব্যাংকের খেলাপী গ্রাহক গোবিন্দ কে কারাদণ্ড ও অর্থদন্ড

প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৪

হবিগঞ্জের ইসলামী ব্যাংকের খেলাপী গ্রাহক গোবিন্দ কে কারাদণ্ড ও অর্থদন্ড

স্টাফ রিপোর্টার:ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি; হবিগঞ্জ শাখার খেলাপি গ্রাহক গোবিন্দ সূত্রধর কে শনিবারে (২১ডিঃ) আদালত কর্তৃক বিনাশ্রম কারাদণ্ড ও চেকের সমপরিমাণ অর্থদন্ড প্রদানের ঘোষণা করা হয়। গোবিন্দ সূত্রধর খোয়াই মূখ রোডের “গীতা ট্রডার্সের সত্বাধীকারি তার পিতা মৃত গোপেন্দ্র সূত্রধর। ব্যাংক কর্তৃক ঋণ খেলাপীর দায়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। দায়েরকৃত মামলার সিআর-৫৫১/১৮(হবি), দায়রা-১৫৩৯/২২ মামলায় দি নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট এক্ট ১৮৮১-এর ১৩৮ ধারায় যুগ্ম দায়রা জজ, ২য় আদালত, হবিগঞ্জ কর্তৃক দোষী সাব্যস্থক্রমে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং চেকের সমপরিমান অর্থদন্ড,যা টাকার অংকে ৪ লক্ষ ৩১ হাজার ৬০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করে আসামীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ