ঢাকা ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৪
স্টাফ রিপোর্টার:ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি; হবিগঞ্জ শাখার খেলাপি গ্রাহক গোবিন্দ সূত্রধর কে শনিবারে (২১ডিঃ) আদালত কর্তৃক বিনাশ্রম কারাদণ্ড ও চেকের সমপরিমাণ অর্থদন্ড প্রদানের ঘোষণা করা হয়। গোবিন্দ সূত্রধর খোয়াই মূখ রোডের “গীতা ট্রডার্সের সত্বাধীকারি তার পিতা মৃত গোপেন্দ্র সূত্রধর। ব্যাংক কর্তৃক ঋণ খেলাপীর দায়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। দায়েরকৃত মামলার সিআর-৫৫১/১৮(হবি), দায়রা-১৫৩৯/২২ মামলায় দি নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট এক্ট ১৮৮১-এর ১৩৮ ধারায় যুগ্ম দায়রা জজ, ২য় আদালত, হবিগঞ্জ কর্তৃক দোষী সাব্যস্থক্রমে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং চেকের সমপরিমান অর্থদন্ড,যা টাকার অংকে ৪ লক্ষ ৩১ হাজার ৬০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করে আসামীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়।
সম্পাদক: হাফিজ আহমদ তালুকদার
নির্বাহী সম্পাদক: কাজী মাহমুদুল হক সুজন
বার্তা সম্পাদক: আনিসুজ্জামান খাঁন
মোবাইল: 01715539581
ইমেইল: chghtnews24@gmail.com
ওয়েবসাইট: www.chunarughatnews24.com
পুলিশ কল্যাণ সুপার মার্কেট
কক্ষ নং- ০৬
মধ্য বাজার, চুনারুঘাট, হবিগঞ্জ
Design and developed by AshrafTech